নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ১২

|

নাইজেরিয়া সীমান্তে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের। শনিবার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় রাতে নাইজেরিয়া ও নাইজার সীমান্তের ‘গুয়েসকেরাও’ গ্রামে চালানো হয় হামলা।

গুলি ছুঁড়ে হত্যা করা হয় বাসিন্দাদের। জঙ্গিদের ঠেকাতে গেলে আহত হন অনেকে। পরে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয় হতাহতদের। নিজস্ব ওয়েবসাইটে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি।

গেলো মার্চেও, একই এলাকায় চালানো হামলায় প্রাণ হারান ৭ পুলিশ সদস্য ও ৮ বেসামরিক নাগরিক। ২০০৯ সাল থেকে নাইজেরিয়া ও প্রতিবেশী দেশগুলোয় বোকো হারামের উত্থান ঘটে। এখন পর্যন্ত জঙ্গি সংগঠনটির হামলায় নিহত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ; গৃহহীন হয়েছেন ২০ লাখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply