নয়াদিল্লির আবহাওয়ার চরম অবনতি

|

প্রচণ্ড ঠাণ্ডা-কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পাশাপাশি বৃষ্টির কবলে পড়লো ভারতের রাজধানী, নয়াদিল্লি। শনিবারও শিডিউল বিপর্যয় ঘটে ট্রেন ও বিমান ফ্লাইটের।

উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ১৯টি ট্রেন নির্ধারিত সময়সূচির ৪/৫ ঘণ্টা পর দিল্লি ছেড়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, প্রচণ্ড কুয়াশার কারণে ছিলো এই শিডিউল বিপর্যয়। দুর্ঘটনা এড়াতেই বাড়তি এ নিরাপত্তা। রাজধানীতে বর্তমানে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

এদিকে, দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, আগামী সপ্তাহ পর্যন্ত দিল্লিসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোয় হবে মাঝারি মাত্রার বৃষ্টিপাত। এর ফলে, কমে আসবে দূষণমাত্রা। তবে, ৮ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা নেই বলেও জানান আবহাওয়াবিদরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply