গত বছর ঢাকায় ৫২ শতাংশ ও ঢাকার বাইরে ৪৮ শতাংশ ডেঙ্গু রোগী পাওয়া গেছে

|

গত বছর ঢাকায় ৫২ শতাংশ ও ঢাকার বাইরে ৪৮ শতাংশ ডেঙ্গু রোগী পাওয়া গেছে বলে জানাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মঙ্গলবার দুপুরে নগরভবনে ডেঙ্গু নিয়ে এক সভায় এ তথ্য জানানো হয়।

এই অনুষ্ঠানে সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেন। ডেঙ্গু দমনে এখন থেকেই ধারাবাহিক কার্যক্রম গ্রহণে কোন বিলম্ব করা যাবে না বলেও মত দেন বক্তারা।

সভায় জানানো হয় ঢাকা শহরের থানাগুলোতে জব্দ করা ও পরিত্যক্ত যানবাহনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে অনেক বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply