জনসন আইসিইউতে; ব্রিটেনের পারমাণবিক বোমার বোতাম কার হাতে?

|

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এখন হাসপাতালের আইসিইউতে। সুস্থ না হওয়া পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দেশে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার রক্ষাকবচ পারমাণবিক বোমার বোতাম এখন কার হাতে। প্রধানমন্ত্রী বরিস জনসন নাকি পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের কাছে?

এ বিষয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সরকারের কাছেও প্রশ্ন রেখেছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। কিন্তু রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা সংক্রমণে ভুগছেন বরিস। তবে হাসপাতালে ভর্তি না হয়ে ঘরেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে আইসিইউতে নেয়া হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রাবকে তার স্থলে দায়িত্ব পালনের আহ্বান জানান বরিস।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ব্রিটেনের মন্ত্রিপরিষদ কার্যালয়ের মন্ত্রী মাইকেল গোভ বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী রাব দেশ পরিচালনা করছেন। এসময়, ‘পরমাণু অস্ত্রের বোতাম ডোমিনিক রাবের কাছে হস্তান্তর করা হয়েছে কি না’ বিবিসির এমন প্রশ্নের জবাবে গোভ বলেন, এ ব্যাপারে সুবিন্যস্ত নিয়মকানুন রয়েছে। আমি চাইলেই জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে কথা বলতে পারি না।

উল্লেখ্য, বিশ্বের ঘোষিত পারমাণবিক শক্তিধর ৮টি দেশের একটি ব্রিটেন। এর বাইরে ইসরায়েলের কাছেও পারমাণবিক বোমা আছে বলে ধারণা করা হয়। ব্রিটেনের পারমাণবিক বোমার বোতাম প্রধানমন্ত্রীর কাছেই থাকে। যুদ্ধপরিস্থিতিতে তিনিই পারমাণবিক বোমা হামলার অনুমোদন দিতে পারেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply