লকডাউনে প্রতিদিন দুই ঘণ্টা নদী সাঁতরে অফিস করছে যুবক

|

অফিস থেকে ছুটি নিলে সেই দিনের বেতন কেটে নেয়। এদিকে লকডাউনের কারণে বন্ধ নদী পারাপারের নৌকা। অন্যদিকে অফিস না গেলে পরিবারের ভাতে পরবে টান। তাই রোজ দুই ঘণ্টা সাঁতরে নদী পার হয়ে অফিস করছেন এক যুবক। এ ঘটনা ভারতের নদীয়ার। খবর এই সময়।

জানা যায়, ২৮ বছরের সঞ্জয় পাল নদীয়ার এক সোনার দোকানের কর্মচারী। করোনাভাইরাস এবং লকডাউনের কারণে জলপথে পরিবহণ বন্ধ হয়। এর জেরেই গত ২০ দিন ধরে সাঁতরে কাজে যাচ্ছেন তিনি।

সঞ্জয় বলেন, আমি মোটেই ভালো সাঁতার জানি না। তবে আর কোনও উপায় নেই। তবে পাঁচ জনের পরিবারে খাবার জোগাড় করতে হুগলি নদীতে ২ ঘণ্টা সাঁতার কেটে কাজে পৌঁছই।’

তিনি আরও জানান, মাসিক ১০ হাজার টাকা বেতন। ছুটি নিলে ওই দিনের টাকা কেটে নেয়া হয় যায়। এমন অবস্থায় হুগলি নদীতে সাঁতার দেয়া ছাড়া উপায় নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply