সিনেটের আসন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হাতি-গাধা

|

হোয়াইট হাউজের সাথে সাথে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের দখল নিয়েও হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন ডেমোক্রেট ও রিপাবলিকানরা। মার্কিন কংগ্রেসের সিনেটে ইতিমধ্যেই ৪৭ আসন নিয়ে এগিয়ে আছে ক্ষমতাসীন হাতি প্রতীকধারী রিপাবলিকানরা, গাধা প্রতীকধারী ডেমোক্রেটরা পেয়েছে ৪৫ আসন। আর দুই আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থীরা।

এখনো অপেক্ষায় রয়েছে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মেইন, মিশিগান ও আলাস্কা অঙ্গরাজ্যের ৫টি আসনের ফলাফল ঘোষণা হওয়ার। সেইসাথে ডেমোক্রেটরা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার যুদ্ধে রয়েছে।

এরফলে সিনেট ও হাউসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলে দ্বিতীয়বারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় ব্যাঘাত ঘটানোসহ প্রথমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের পরিকল্পনাকে আরো বেগবান করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply