প্রশিক্ষণকালেই দুর্ঘটনায় মারা গেলেন ‘জেটম্যান’ খ্যাত ভিনসেন্ট রেফেত

|

প্রশিক্ষণকালেই দুর্ঘটনায় মারা গেলেন ‘জেটম্যান’ হিসেবে খ্যাত ভিনসেন্ট রেফেত। মঙ্গলবার ৩৬ বছর বয়সী এই প্রশিক্ষকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে দুবাই পুলিশ। অবশ্য ঠিক কী কারণে দুর্ঘটনা এবং মৃত্যু হলো তা স্পষ্টভাবে জানায়নি নিরাপত্তা বাহিনী।

বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ আল খলিফা থেকে লাফিয়ে পড়ার রেকর্ড ছিলো রেফেতের। দু’হাজার ৭১৬ ফুট উঁচু থেকে তিনি দেন বেস-জাম্প। এছাড়াও ফ্রি-ফ্লাইং স্কাইডাইভিংয়ে তিনি অর্জন করেন স্বর্ণপদক।

রেডবুল আয়োজিত ২০১৮-১৯ সালের বর্ষসেরা ক্রীড়াবিদও নির্বাচিত হন তিনি। মূলত ৪টি শক্তিশালী ইঞ্জিনের মাধ্যমে আকাশে ওড়ার খেলা- জেটম্যানকে বাণিজ্যিকভাবে পরিচিত করতে চাইছে স্পোর্টস ব্র্যান্ড- এক্স দুবাই।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply