ভারতে আরও ১৬ জনের শরীরে পাওয়া গেছে ওমিক্রন

|

ভারতে একদিনেই আরও ১৬ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ায় ছড়িয়েছে উদ্বেগ। দেশটিতে করোনার নতুন ভ্যারিয়েন্টে বর্তমানে ২১ জন আক্রান্ত।

ভারতীয় রোগ নিয়ন্ত্রক কেন্দ্র জানিয়েছে, মহারাষ্ট্রে একই পরিবারের ৬ সদস্যসহ সাতজনের শরীরে মিলেছে ওমিক্রন। তাদের মধ্যে নাইজেরিয়া থেকে দেশে ফেরেন এক নারী, তার দুই মেয়ে, ঐ নারীর ভাই এবং তার দুই সন্তান। এছাড়া ফিনল্যান্ড থেকে ফেরা এক পুরুষের দেহেও মেলে করোনার নতুন ধরণটি।

এদিকে, জয়পুরে যে ৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে তারা সবাই একই পরিবারের সদস্য। সম্প্রতি তারা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন। এ পরিস্থিতিতে সব আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল বন্ধে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন : ভারতে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

প্রসঙ্গত, ভারতের ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশসহ রয়েছে ৪৪টি দেশ। বিমানবন্দরে বাধ্যতামূলক রাখা হয়েছে আরটি পিসিআর পরীক্ষার ব্যবস্থা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply