‘ভিসি ভবনে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও হামলার ঘটনায় যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, কেউ আইনের উর্ধ্বে নয়, আইন অনুযায়ীই সব ব্যবস্থা হবে।

সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি আরও বলেন, পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় নির্বিঘ্নে সম্পন্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তল্লাশি শেষে জনসাধারণকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। একই ব্যবস্থা থাকে রমনার ছায়ানটের আয়োজনেও।

তিনি বলেন, এবারের মঙ্গল শোভাযাত্রা হবে পুলিশের বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে। সেই সাথে বিকেল পাঁচটার মধ্যে উন্মুক্ত স্থানের অনুষ্ঠান বন্ধ করতে হবে বলেও জানান ডিএমপি কমিশনার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply