মার্কিন ড্রোন ভূপাতিত করায় পদক পেলেন দুই রুশ পাইলট

|

পুরস্কৃত দুই পাইলট ভ্যাসিলি লাভিলভ ও সের্গেই পপভ।

কৃষ্ণ সাগরে মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করে বীরত্ব প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ দুই পাইলটকে পুরষ্কৃত করেছে রাশিয়া। খবর আলজাজিরার।

বুধবার (২২ মার্চ) রাজধানী মস্কোয় আয়োজিত এক অনুষ্ঠানে দুই পাইলটকে সম্মানজনক ব্যাজ পরিয়ে দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

গত মঙ্গলবার (১২ মার্চ) দুটি ফাইটার জেট নিয়ে দুই পাইলট ভ্যাসিলি লাভিলভ ও সের্গেই পপভ তাড়া করেন ওই মার্কিন ড্রোনকে। রাশিয়ার অভিযোগ- ট্র্যাকিং ডিভাইস বন্ধ রেখে কৃষ্ণ সাগরের ওপর গুপ্তচরবৃত্তি করছিলো মনুষ্যবিহীন ‘এমকিউ-৯’ রিপার ড্রোন। সেটি বুঝতে পেরেই, দুটি সুখয়- টোয়েন্টি সেভেন ফাইটার জেট পিছু নেয়। কয়েকবার পাঠানো হয় সতর্কবার্তা। দূর থেকে ড্রোনের ওপর ছড়ানো হয়, ফুয়েল। ধ্বংসের পর, একপর্যায়ে সাগরে ভূপাতিত হয় ড্রোনটি।

এ ঘটনায়, ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, আন্তর্জাতিক সমুদ্রসীমায় ড্রোন ওড়ানোর এখতিয়ার রয়েছে তাদের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply