‘জুনের মধ্যে বড় শহরগুলোতে ক্যাবল অপারেটর সিস্টেম ডিজিটাল হবে’

|

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

চলতি বছরের জুনের মধ্যে বড় শহরগুলোতে ক্যাবল অপারেটর সিস্টেমকে ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, যদি ডিজিটাল করতে পারি সবাই উপকৃত হবেন। এতে টেলিভিশন উপকৃত হবে। ক্লিড ফিড বাস্তবায়ন করাতে টিভিগুলো উপকৃত হয়েছে। আইন বহির্ভূতভাবে যে কাজ হচ্ছে সেগুলো বন্ধ করা হবে। ওটিটির নীতিমালা তৈরি হচ্ছে। রোজার মধ্যে হয়ে যাবে। সবাই যেন সেটটপ বক্স কিনতে পারে, তাই দাম সাধ্যের মধ্যে রাখতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply