অবশেষে অস্ট্রেলিয়া সিরিজে শূন্যের গণ্ডি পেরোলেন কোহলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০২:৪১ পিএম
টানা দুই ম্যাচে 'ডাক'। শূন্যের হ্যাটট্রিকের শঙ্কাও ছিল। তবে সেটি হতে দিলেন না ভিরাট কোহলি। শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে অবশেষে রানের দেখা পেলেন 'কিং'।
ইনিংসের একাদশতম ওভারের তৃতীয় বলে হ্যাজলউডের বলে সিঙ্গেল নেন কোহলি। তারপরেই স্মিত এক হাসি। মুষ্টিবদ্ধ হাতের ইশারায় কিছুটা দুষ্টুমির ছলে মজাও করে বসলেন এ তারকা ব্যাটার। হয়ত বলতে চাইলেন, 'দেখো ফের শূন্যে কাটা পড়িনি। রান এসেছে আমার ব্যাটে।'
এই সিঙ্গেল রান নেয়ার পর অবশ্য ধারাভাষ্যকারদের মুখেও শোনা গেল ভিরাটের হাসির নেপথ্যের সম্ভাব্য কারণ। তারাও হয়ত বলতে চাইলেন, 'রাজার ব্যাটে রানখরার ইতি ঘটল'।
পাশাপাশি ভিরাটের ক্যারিয়ারের অন্তিমলগ্নের বার্তাও দিলেন তারা। কমেন্ট্রিবক্স থেকে শোনা গেল সিডনির এই মাঠে হয়ত নিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন ভিরাট। এই মাঠেই ২০১৫ সালে টেস্টে অজিদের বিপক্ষে শতরানের দেখা পেয়েছিলেন কোহলি।
এর আগে, টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৩৭ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে সফরকারী ভারত।
/এমএইচআর
মন্তব্য করুন