ঢাকাবাসীর মাথাপিছু আয় পাঁচ হাজার ডলারের বেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পিএম
দেশের মানুষের গড় মাথাপিছু আয় যখন ২ হাজার ৮শ’ ২০ ডলার। তখন, ঢাকায় বসবাসরতদের মাথাপিছু আয় ৫ হাজার ১শ’ ৬৩ ডলার। এ তথ্য উঠে এসেছে ডিসিসিআই’র ইকোনমিক পজিশন ইনডেক্সে।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডিসিসিআই জানায়, জিডিপি’র ৪৬ শতাংশ ঢাকার অবদান। মোট কর্মসংস্থানে ৪০ শতাংশই হচ্ছে, দেশের প্রধান নগরে।
জরিপ বলছে, দেশে শহুরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং মোট জনসংখ্যার ১১ শতাংশের বেশি ঢাকায় বসবাস করে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। মোট রপ্তানির ৪০ শতাংশ ঢাকা থেকে হয় বলে জানায় ডিসিসিআই। ব্যবসায়ী সংগঠনটির জরিপ আরও বলছে, ৩শ’ ৬৫ প্রতিষ্ঠান মোট উৎপাদন খাতের ৫৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে। সেবা খাত, ২৮৯টি প্রতিষ্ঠানের দখলে। আবার তৈরি পোশাকের ৫৮ শতাংশ ২শ’ ১৪টি প্রতিষ্ঠানের দখলে।
/এটিএম
মন্তব্য করুন