গান-বাজনার সুবাদে বেশ কিছুদিন ধরেই মার্কিন মুলুকে অবস্থান করছেন সংগীতশিল্পী আসিফ আকবর। সেখানকার বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করছেন তিনি। আর সম্প্রতি দেশটিতে গান করতে হাজির হয়েছেন 'বেজবাবা'খ্যাত ব্যান্ড তারকা সাইদুস সালেহীন খালেদ সুমন।
বাংলাদেশ সময় রোববার (২৬ অক্টোবর) সকালে দেশটির বোস্টন শহরের একই মঞ্চে সংগীত পরিবেশন করেন তারা। সেই কনসার্টের অভিজ্ঞতা সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন আসিফ।
গ্রিনরুম থেকে সুমনের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ২৫ অক্টোবর শো ছিল আমেরিকার বোস্টন শহরে। বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লেজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিন রুম শেয়ার করেছি তরুণদের সাথেও। আমি সংগীতের মানুষ নই, তবুও নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এই কারণেই আমার দায়বদ্ধতাও বেশি।
তিনি পোস্টে আরও লেখেন, বোস্টনে এসে একই স্টেজ শেয়ার করেছি স্বনামখ্যাত ব্যান্ড অর্থহীনের সঙ্গে। লিভিং লিজেন্ড (জীবন্ত কিংবদন্তি) সুমন ভাইয়ের সঙ্গে আগেও একই স্টেজে পারফর্ম করেছি। তিনি সবসময়ই আমার ব্যাপারে উচ্ছ্বসিত। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। সুমন ভাই ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার পারফরমেন্স দেখেছেন।
সবশেষে আসিফ লেখেন, সুমন ভাইয়ের জীবনের ওপর দিয়ে স্টিমরোলার চললেও তিনি এখনও আস্থায় অবিচল। এমন মানুষের জন্যই সংগীত জগতটা এখনও ভালো লাগে। কিছু লেসপেন্সার অবশ্য তাদের হিপোক্রেসি নিয়ে এখনও জীবন্মৃত অবস্থায় টিকে আছে, থাকুক। সুমন ভাই, আপনার জন্য অনেক দোয়া আর শুভকামনা। আপনি আমাদের জীবন্ত কিংবদন্তি। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। ভালোবাসা অবিরাম।
/এএম
মন্তব্য করুন