লা লিগা
বার্নাব্যুতে কাল মৌসুমের প্রথম এল ক্লাসিকো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আগামীকাল মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে আতিথ্য দেবে রিয়াল। সবশেষ গেল বছরের অক্টোবরে বার্সেলোনাকে আতিথ্য দেয় রিয়াল। সেই ম্যাচে ৪-০ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। এবার লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি তাই প্রতিশোধের লড়াই আলোনসো শিষ্যদের।
সবশেষ কয়েকটি মহারণের পরিসংখ্যান বলছে— এল ক্লাসিকো মানেই যেন কিছুটা চিন্তা আর দুঃস্বপ্ন রিয়াল মাদ্রিদের জন্য। গেল মৌসুমে চার দেখায় সবকটিতেই বার্সেলোনার কাছে অসহায়ত্ব দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা। এবার তাই ঘরের মাঠে রিয়ালের সামনে প্রতিশোধের লড়াই। কাকতালীয়ভাবে গত মৌসুমের প্রথম এল ক্লাসিকোর মতো এই মৌসুমের ম্যাচটিও অনুষ্ঠিত হতে যাচ্ছে একই তারিখে।
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে আলোনসোর দল। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হার ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি ম্যাচের ১১টিতেই জয়লাভ করেছে রিয়াল। দলে নেই কোনো ইনজুরি সমস্যা, চোট কাটিয়ে ফেরা এমবাপ্পে এখন ফুল ফিট। তবে গেল মৌসুমের দেখায় উড়ন্ত পারফর্ম করা লামিন ইয়ামাল এবারও কঠিন পরীক্ষায় ফেলতে পারে রিয়ালের রক্ষণভাগকে।
এদিকে, পয়েন্ট টেবিলের পাশাপাশি কিছুটা চাপে থেকেই এ ম্যাচে মাঠে নামতে হবে বার্সার। অনুশীলনে আবারও চোট পাওয়ায় এ ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রাফিনহা। অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফেরা ফ্রেঙ্কি ডি জংকে দেখা যেতে পারে প্রথম একাদশে।
এদিকে, সবশেষ জিরোনার বিপক্ষে ম্যাচে রেফারির প্রতি ক্ষোভ ঝেড়ে দুই হলুদ কার্ড দেখায় এল ক্লাসিকোর হাইভোল্টেজ ম্যাচে বার্সার ডাগআউটে থাকছেন না কোচ হ্যান্সি ফ্লিক।
মুখোমুখি লড়াইয়ে অবশ্য সবশেষ ৫ দেখায় সবকটিতে জয় পেয়েছে বার্সা। লা লিগার এই ম্যাচটিতে জয় পেলেই রিয়ালকে হটিয়ে আবারও শীর্ষস্থান দখলে নিতে পারবে কাতালান ক্লাবটি। বিপরীতে লিগে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে রিয়াল। বার্সাকে হারাতে পারলে ব্যবধান বাড়িয়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করবে টেবিল টপাররা। এবার দেখার অপেক্ষা ইয়ামাল-এমবাপ্পের দ্বৈরথে শেষ হাসিটা কে হাসে।
/এমএইচআর
মন্তব্য করুন