ইপিএলে লিভারপুলের হার, জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হারের দিনে টানা তৃতীয় জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলে হেরেছে আর্নে স্লটের শিষ্যরা।
প্রিমিয়ার লিগে ফিরেই ফের খেই হারিয়েছে আর্নে স্লটের লিভারপুল। এদিন ঘরের মাঠে বল পজেশনে ব্রেন্টফোর্ড অনেক পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচের পঞ্চম মিনিটেই ড্যাঙ্গোর গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবার স্কোর শিটে নাম লেখান শ্যাডা।প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান কমান কেরকেজ। ৬০ মিনিটে ড্যাঙ্গোকে ডি-বক্সে ফাউল করেন ফন ডাইক। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে পাঠান ইগর থিয়াগো। এরপর ৮৯ মিনিটে সালাহ গোল করে ম্যাচে উত্তেজনা তৈরি করলেও হার এড়াতে পাড়েনি লিভারপুল।
লিগের অন্য ম্যাচে জয়ের কক্ষপথে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৪ মিনিটে রেড ডেভিলরা লিড পায় কুনিয়ার নৈপূণ্যে। এর ১০ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ডি-বক্সের বাইরে থেকে ক্যাসেমিরোর নেয়া জোরাল শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
ম্যাচের ৬১ মিনিটে গোলের খাতায় নাম তোলেন এমবেউমো। এর কিছুক্ষণ পরই ম্যানইউর জালে বল পাঠান ওয়েলবেক। গোলের পর আরও চাপ বাড়াতে থাকে ব্রাইটন। ম্যাচের শেষ দিকে কস্তোউলাসের গোলে পয়েন্ট হারানোর শঙ্কায় রেড ডেভিলরা। তবে এর ৪ মিনিট পরেই সব শঙ্কায় পানি ঢেলে দেন এমবেউমো। ম্যান ইউর জয় উল্লাস।
/এআই
মন্তব্য করুন