×
Logo

খেলাধুলা

আজ রাতে এল ক্লাসিকো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:১৭ এএম

আজ রাতে এল ক্লাসিকো

‘এল ক্লাসিকো’! ফুটবল জগতে এই খেলার গুরুত্ব কিংবা তাৎপর্য নতুন করে বলার তেমন কিছু নেই। এলএম১০ কিংবা সিআর৭; ইয়ামাল কিংবা এমবাপ্পে জেনারেশন আফটার জেনারেশন; এই ম্যাচের জনপ্রিয়তা শুধু বেড়েছে। 

মেসি-রোনালদো 'লা লিগা' থেকে যাবার পর, দুই দলেই এখন তরুণ তারকা। ম্যাচটি জেতা বর্তমানে লীগ টেবিলে ৩ পয়েন্ট জেতার থেকে বেশি কিছু। বলা যায়, মান-সন্মানের প্রশ্ন।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে আতিথ্য দেবে রিয়াল। 

তবে, সাম্প্রতিক রেজাল্টগুলো বিশ্লেষণ করলে বার্সার পাল্লা ভারী। সবশেষ গেল বছরের অক্টোবরে বার্সেলোনাকে আতিথ্য দেয় রিয়াল। সেই ম্যাচে ৪-০ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। তাই, আজ গ্যালাক্টিকোদের জন্য প্রতিশোধের রাত। অন্যদিকে, কাতালানদের জন্য সুযোগ 'কিংস অব ইউরোপ' খ্যাত রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লিগে হারিয়ে মানুষিকভাবে বিপর্যস্ত করা। সেই সাথে, রেকর্ড বইয়ের পৃষ্ঠায় আরেকটি জয় লেখাই হবে বার্সার টার্গেট। 

এল ক্লাসিকোয় আজ সবার চোখ থাকবে দুই প্লেয়ারের দিকে-ইয়ামাল ও এমবাপ্পে। তাদের প্রতি ভক্ত কিংবা দলের কোচের থাকবে আলাদা নজর। এছাড়াও, রাফিনহা কিংবা পেদ্রি: রিয়ালের জন্য বিপদজনক হতে পারে। অন্যদিকে, ভিনিসিয়াস জুনিয়ার কিংবা জুড বেলিংহাম কিংবা ভালভার্দেও বার্সার জন্য এক্সট্রা টেনশন। সব মিলিয়ে দারুণ এক ম্যাচ দেখার অপেক্ষায় কোটি ফুটবল প্রেমীরা।  

গেল মৌসুমে চার দেখায় সবকটিতেই বার্সেলোনার কাছে অসহায়ত্ব দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা। কিন্তু রেকর্ড যেকোনো দিনই ভাঙা যেতে পারে, তাই রিয়াল মাদ্রিদের কাছে সেই সুযোগ থাকবেই। তবে, খুব বেশি প্রতিশোধ কিংবা ভেনজেন্স নিয়ে মাঠে নামা রিয়ালের জন্য বিপদের কারণ হতে পারে। কারণ 'ভেনজেন্স বিলংগস টু দ্য লর্ড'  

/এআই 

মন্তব্য করুন

Logo