×
Logo

খেলাধুলা

থাইল্যান্ডের বিপক্ষে কাল জিততে পারবে বাংলাদেশ?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম

থাইল্যান্ডের বিপক্ষে কাল জিততে পারবে বাংলাদেশ?

থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

থাইল্যান্ড সফরের মাধ্যমে তিন মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের মতো শক্তিশালী দল না হলেও ম্যাচটি বাংলাদেশই জিতবে এমনটিই বিশ্বাস করেন দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার।

দীর্ঘ এক যুগ পর গত শুক্রবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচটিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ৩-০ গোলে হারে আফঈদারা।

আগামী মার্চে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। যার সেরা প্রস্তুতি নিশ্চিতে থাইল্যান্ডের বিপক্ষে এই প্রীতি ম্যাচ। এরপর ঘরের মাঠে তিন জাতি টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেবেন মনিকারা।

২০১৩ সালে এশিয়ান কাপ বাছাই ম্যাচে থাইদের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেটাই বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার।

/এএম

মন্তব্য করুন

Logo