×
Logo

খেলাধুলা

উত্তাপ ছড়ানো এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পিএম

উত্তাপ ছড়ানো এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদের

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো লস ব্লাঙ্কোসরা।

এমবাপ্পে-বেলিংহ্যামের গোলে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা। বিরতির পর দুদলের কেউই আর পায়নি গোলের দেখা। 

সবশেষ মৌসুমের চার এল ক্লাসিকোতে জয়হীন ছিল রিয়াল মাদ্রিদ। এবার ঘরের মাঠে বদলা নেয়ার মিশনে কোচ জাবি আলোনসোর জন্যও ছিল অগ্নিপরীক্ষা। বিপরীতে নিষেধাজ্ঞায় ডাগআউটে নেই বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

শুরু থেকেই আক্রমণে যাওয়া রিয়াল এগিয়ে যেতে পারতো ম্যাচের পঞ্চম মিনিটেই। তবে ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফারি। মিনিট নয়েকের মাথায় স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে। এবারও বাধ সাধে ভিএআর। অফসাইডে বাতিল হয় গোল।

তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। ম্যাচের ২২ মিনিটে জুড বেলিংহ্যামের অ্যাসিস্টে ঠিকই স্কোরলাইন ১-০ করেন এমবাপ্পে।

সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। পাল্টা আক্রমণে ম্যাচের ৩৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ফারমিন লোপেজ।

অবশ্য বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে গ্যালাক্টিকোস। ডিবক্সের ভেতরে ফাঁকায় দাঁড়িয়ে সহজ ফিনিশিং জুড বেলিংহামের। ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় জাবির দল।

সব মিলিয়ে প্রথমার্ধে ৭০ শতাংশ বলের দখল রেখেও আক্রমণে পিছিয়ে ছিল কাতালান শিবির। বিপরীতে টার্গেটে ৬ শট নিয়ে দুটিতেই গোলের দেখা পায় মাদ্রিদ।

বিরতির পর আবারও পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। তবে এমবাপ্পের নেয়া স্পটকিক ফিরিয়ে ব্যবধান বড় হতে দেননি বার্সা গোলরক্ষক শেজনি। 

৭২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে মাঠে নামেন রদ্রিগো। তবে কোচের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোস জানান ব্রাজিলিয়ান এই তারকা।

পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচের ইনজুরি সময়ে রদ্রিগোর সেটপিস ফিরিয়ে আরও একবার বার্সার ত্রাণকর্তা হিসেবে হাজির হন শেজনি।

আর শেষ দিকে পেদ্রি লাল কার্ড দেখলে উত্তেজনা ছড়ায় ডাগআউটে। হাতাহাতিতে জড়ান দুদলের ফুটবলার-কর্মকর্তারা। এর মাঝেই শেষের বাঁশি বাজান রেফারি আর জয় নিয়ে ঘরে ফেরে গ্যালাক্টিকোস।

/এএম

মন্তব্য করুন

Logo