×
Logo

চাকরি-বাকরি

যুক্ত হোন যমুনা টিভির ডিজিটাল টিমে

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০২:৩৫ পিএম

যুক্ত হোন যমুনা টিভির ডিজিটাল টিমে

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ‍্যানেল যমুনা টিভির ডিজিটাল নিউজরুমে কনটেন্ট এডিটর পদে নিয়োগ দেয়া হবে। সাংবাদিকতা পেশার প্রতি বিশেষ আগ্রহ, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট সম্পর্কে ধারণা, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করার আত্মবিশ্বাস এবং গল্প বলায় মুন্সিয়ানা থাকলে আবেদন করতে পারবেন যেকেউ।

যে যে দায়িত্ব পালন করতে হবে:

• আকর্ষণীয় বিষয়বস্তুর ওপর সৃজনশীল লেখনিসহ শিরোনাম ও সংবাদ সম্পাদনা

• ডিজিটাল ভিডিও প্রোডাকশন: নিউজ স্ক্রিপ্ট থেকে মাল্টিমিডিয়া স্টোরিতে রূপান্তর এবং তা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাবলিশের উপযোগী করা।

• লাইভ-স্ট্রিম, বিশেষ ঘটনার সম্প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকা এবং তা নিউজরুমকে জানানো।

• টিমওয়ার্ক: ভিডিও এডিটর ও অন্যান্য সাংবাদিক সহকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা

• দর্শকের চাহিদা বুঝে চলমান বিষয়বস্তুর ওপর রিসার্চের মাধ্যমে গল্প তৈরি করা

যেসব দক্ষতা প্রয়োজন:

• ইংরেজিতে অসাধারণ লেখনী ও সম্পাদনার ক্ষমতা

• সংবাদ সম্পর্কে ধারণা ও সম্পাদকীয় নীতি মেনে কাজ করার মানসিকতা

• অ্যাডোবি প্রেমিয়ার ও ফটোশপে কাজের বেসিক ধারণা

• ডিজিটাল সংবাদ মাধ্যমের নানা কৌশল শেখার আগ্রহ

• রোস্টার অনুযায়ী অফিস করা এবং সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করার মানসিকতা

How to Apply:

Send your CV and a short cover letter to [email protected] with the subject: “Digital Content Editor – [Your Name]”

Application Deadline: 25 June 2025

মন্তব্য করুন

Logo