×
Logo

জীবনযাপন

দাঁতে হলদে ভাব কেন হয়? দূর করবেন যেভাবে

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

দাঁতে হলদে ভাব কেন হয়? দূর করবেন যেভাবে

দাঁত শব্দটা শুনলেই ভেসে ওঠে চকচক করা মুক্তপাথরের ছবি। কবিতায় দাঁতকে নানা রূপক অর্থে ব্যবহার করা হয়। তবে বিভিন্ন কারণে এই দাঁত হলদে হয়ে যেতে পারে, যার ফলে অনেকেই মন খুলে হাসতে গিয়ে সংকোচবোধ করে।

নিয়মিত ব্রাশ না করলে যেমন দাঁত হলদে ভাব হতে পারে তেমনি আরও অনেক কারণে এমন সমস্যা হতে পারে। এ বিষয়ে কথা বলেছেন ও পরামর্শ দিয়েছেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক, ডা. মো. মোস্তাফিজুর রহমান।

কেন দাঁত হলদে ভাব হয়?

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, দাঁতের হলদে ভাব আসলে অনেক কারণে হতে পারে। দেখা গেছে যে, অনেকসময় গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা এক জাতীয় ট্যাবলেট ভুলক্রমে খেয়ে ফেলেন, তাহলে তার সন্তানদের দাঁতে স্থায়ীভাবে একটি হলদেটে ভাব থেকে যাবে। এটা একটি কারণ।

আরেকটি কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। অর্থাৎ আমরা অনেক সময় জাঙ্ক ফুড খাই। এই ধরনের খাবারগুলোতে অনেক সময় নানা ধরনের রাসায়নিক মিশ্রিত থাকে। এগুলো খেলেও দাঁতে হলদে ভাব হতে পারে। আবার কমপ্লেক্সশনের কারণে, অর্থাৎ গায়ের রঙের কারণে অনেকের স্থায়ীভাবেই দাঁতে একটু হলদেটে ভাব থাকতে পারে। বিশেষ করে ফর্সা চেহারার মানুষের ক্ষেত্রে দাঁতে এ ধরনের হলদেটে ভাব বেশি চোখে পড়ে।

যেভাবে হলুদে ভাব দূর করা যায়?

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, কেউ যদি হলদেটে ভাব দূর করে একেবারে চকচকে সুন্দর মুক্তোর মতো হাসি পেতে চান, আধুনিক চিকিৎসায় তা সম্ভব। একে বলা হয় ব্লিচিং সিস্টেম বা টুথ হোয়াইটেনিং প্রসিডিউর। বিভিন্ন কোম্পানির কিছু ডিভাইস রয়েছে—ভালো কোনো ডেন্টাল সার্জনের ক্লিনিক বা হাসপাতালে গেলে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দাঁতের হলুদ ভাব দূর করে মুক্তোর মতো সাদা দাঁত পাওয়া সম্ভব।

আবার দেখা যায়, সব দাঁতে নয়, কোনো কোনো ক্ষেত্রে কেবল দুই-একটি দাঁতে হলদেটে ভাব থাকে। এসব ক্ষেত্রে ভিনিয়ার ক্রাউন, কম্পোজিট লেয়ার অথবা স্থায়ী ক্রাউন বসিয়েও দাঁতের রঙ পরিবর্তন করা যায়। এর মাধ্যমে দাঁতের হলদে ভাব দূর করে রোগীর পছন্দমতো সাদা রঙের দাঁত দেয়া সম্ভব।

/এসআইএন

মন্তব্য করুন

Logo