×
Logo

জীবনযাপন

ড্রপ শোল্ডার টি-শার্ট: ফ্যাশন দুনিয়ার ট্রেন্ড

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

ড্রপ শোল্ডার টি-শার্ট: ফ্যাশন দুনিয়ার ট্রেন্ড

ফ্যাশনপ্রেমীদের কাছে এখন জনপ্রিয় পোশাকের নাম ড্রপ শোল্ডার টি-শার্ট। এটি এমন এক পোশাক যা একসঙ্গে আরামদায়ক, ফ্যাশনেবল এবং ট্রেন্ডি। ছেলে-মেয়ে উভয়ের কাছেই সমান জনপ্রিয় হয়ে উঠেছে এই ইউনিসেক্স টি-শার্ট।

ড্রপ সোল্ডার টি-শার্টের কাঁধের সেলাই স্বাভাবিক কাঁধের লাইনের চেয়ে নিচে, অর্থাৎ বাহুর দিকে নামানো থাকে। এর ফলে টি-শার্টে একটি বড় আকারের এবং ঢিলেঢালা বা রিলাক্স ফিট আসে। যা পরতে আরামদায়ক এবং একটি ক্যাজুয়াল বা স্ট্রিটওয়্যার-অনুপ্রাণিত লুক দেয়। 

ছবি: এআই জেনারেটেড

ড্রপ শোল্ডার টি-শার্ট জিন্স, চিনো, শর্টস বা স্কার্ট—সব কিছুর সঙ্গেই মানিয়ে যায়। মেয়েরা চাইলে ওয়াইড-লেগ প্যান্ট বা স্কার্টের সঙ্গে জুড়ে নিতে পারেন।

এই টি-শার্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটির ক্যাজুয়াল লুক। অফিসে ব্লেজার আর প্যান্টের সঙ্গে পরলে আবার পাওয়া যায় ফরমাল লুকও। আবার জিন্স বা লেগিংসের সঙ্গে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যায় একদম ক্যাজুয়াল আউটফিট।

ড্রপ শোল্ডার টি-শার্ট পাওয়া যায় নানা রঙ, প্রিন্ট ও প্যাটার্নে। চাইলে পরতে পারেন চকলেট ব্রাউন, মভ পার্পল কিংবা ক্লাসিক সাদা-কালো। সলিড কালারের পাশাপাশি পাওয়া যায় স্টাইলিশ প্রিন্টেড ডিজাইনও। ফ্যাশন সচেতনরা তাই সহজেই নিজের পছন্দের টি-শার্ট খুঁজে পান।

গরম হোক বা শীত, ড্রপ শোল্ডার টি-শার্ট সব মৌসুমেই মানানসই। গ্রীষ্মে হালকা কটনের টি আপনাকে দিবে আরাম, আর শীতে জ্যাকেট বা সোয়েটারের নিচে পরলে হয়ে উঠবে স্টাইলিশ লেয়ারিং। তাই এটি সত্যিই একটি ‘মাস্ট-হ্যাভ’ ফ্যাশন আইটেম।

/এমএমএইচ

মন্তব্য করুন

Logo