পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার কার্ডিয়াক সেন্টারে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই দিবসটি ঘিরে র্যালি ও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান। তিনি হৃদরোগ প্রতিরোধ ও উন্নত কার্ডিয়াক সেবা প্রদানে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে পপুলার কার্ডিয়াক সেন্টারের আধুনিক চিকিৎসা সেবা প্রদানের সক্ষমতা বিশেষভাবে উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাথ ল্যাব সুইট (২টি ক্যাথ ল্যাব, প্রি-ক্যাথ ও পোস্ট-ক্যাথ ইউনিট), সিসিইউ ও কার্ডিয়াক হাইকেয়ার ইউনিট।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সরফুজ্জামান রুবেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপকসহ অনেকে উপস্থিত ছিলেন।
/এমএন
মন্তব্য করুন