গাজায় সরবরাহের জন্য ৩ মাসের খাদ্য সহায়তা প্রস্তুত রয়েছে: ইউএনআরডাব্লিউএ
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম
গাজায় জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ শনিবার (১১ অক্টোবর) জানিয়েছে, তাদের কাছে পুরো গাজার জনসংখ্যার জন্য পর্যাপ্ত খাদ্য রয়েছে, যা দিয়ে আগামী তিন মাস চলতে পারবে। একই সঙ্গে তারা মানবিক সহায়তার জন্য অঞ্চলটির সীমানা খুলে দেয়ার আহ্বান করেছে।
'আমাদের কাছে গাজার পুরো জনসংখ্যাকে তিন মাস পর্যাপ্ত খাবার দেয়ার ত্রাণ রয়েছে। আশা করছি খুব দ্রুতই সরবরাহ শুরু করতে পারবো,' বলেন ইউএনআরডাব্লিউএ’র কমিউনিকেশনস ডিরেক্টর জুলিয়েট টুমা।
সংস্থাটি শনিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, 'ইসরায়েলি বাহিনীকে ইউএনআরডাব্লিউএ'র সহায়তার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান করছি।'
সূত্র: আল জাজিরা।
/এআই
মন্তব্য করুন