×
Logo

অন্যান্য

ইফাদ গ্রুপের গৌরবময় ৪০ বছর উদযাপন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম

ইফাদ গ্রুপের গৌরবময় ৪০ বছর উদযাপন

দীর্ঘ যাত্রার স্মারক হিসেবে ২০২৫ সালের ১১ই অক্টোবর ধামরাইয়ে অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের ৪০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে ইফাদ গ্রুপ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যানবৃন্দ, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও কর্মীবৃন্দ।

চার দশকের অগ্রযাত্রার গল্প তুলে ধরে ইফাদ গ্রুপের চেয়ারম্যান বলেন, এই ৪০ বছরের যাত্রা শুধু ব্যাবসার নয়, বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের অগ্রগতির গল্প। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ইফাদ আরও শক্তিশালীভাবে শিল্প, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের মাধ্যমে এগিয়ে যাবে।

৪০ বছরের দীর্ঘ এই পথচলায় ইফাদের সহযোদ্ধাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক 'লং সার্ভিস অ্যাওয়ার্ড' প্রদান করা হয়। এছাড়াও কর্মীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসার, প্যাকেটজাত খাদ্যপণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফলভাবে ব্যাবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা, উদ্ভাবন এবং সমাজের প্রতিদায়বদ্ধতা বজায় রেখেছে। ইফাদ গ্রুপ এখন দেশের একটি উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টিকারী ও শিল্পখাতের বিকাশে অনন্য ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ টিপুর নেতৃত্বগুণ, সততা ও গ্রাহককেন্দ্রিকতার মূল্যবোধকে ধারণ করে ইফাদ গ্রুপ তাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে।

/এএইচএম

মন্তব্য করুন

Logo