×
Logo

অন্যান্য

কারুজ বাংলাদেশের ৬ বছর পূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম

কারুজ বাংলাদেশের ৬ বছর পূর্তি উদযাপন

দেশীয় হস্তশিল্প ও বৈচিত্র্যময় হোম ডেকরের ব্র্যান্ড কারুজ বাংলাদেশ উৎসবমুখর পরিবেশে উদযাপন করলো প্রতিষ্ঠার ছয় বছর। এই উপলক্ষ্যে ৬ দিনের একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যেখানে সব পণ্যে ১৬ শতাংশ ছাড় দেয়া হয়েছে। ক্যাম্পেইনটি শেষ হতে যাচ্ছে মঙ্গলবার (২১ অক্টোবর)।

এই যাত্রার অংশ হওয়া গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে কারুজ। যারা কি না প্রতিনিয়ত নতুন ডিজাইন তৈরি ও অনুপ্রাণিত করার মাধ্যমে ব্র্যান্ডকে এগিয়ে চলতে উৎসাহিত করেছেন। 

কারুজের স্বত্বাধিকারী নুজহাত বারি বলেছেন, স্থানীয় কারুশিল্পীদের কাজকে সম্মান জানানো, বৈচিত্র্যময় হোম ডেকরকে আধুনিক ঘরে পৌঁছে দেয়া এবং ঘর সাজানোর নতুন ভাবনা তৈরি করা, এই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলছি।

প্রতিষ্ঠানটি বলছে, স্থানীয় শিল্পীদের তৈরি হস্তনির্মিত পণ্যকে আধুনিক নকশায় উপস্থাপন করে কারুজ। পাট, কাঠ, সুতি ও প্রাকৃতিক উপকরণে তৈরি তাদের পণ্যগুলো ঐতিহ্য ও উদ্ভাবনের সমন্বয় ঘটায় এবং বৈচিত্র্যময় ডিজাইন, রঙ ও থিমের মাধ্যমে প্রতিটি পণ্যকে ঘর সাজানোর বা উপহারের জন্য অনন্য করে তোলে।

/এমএন

মন্তব্য করুন

Logo