জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, ভাঙচুর ও চুরির মামলা

|

ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফাইল ছবি।

সাভার প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাচেষ্টা, ভাঙচুর ও মারধরসহ চুরির অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ড. জাফরুল্লাহ চৌধুরীসহ ২০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় মামলায় অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামী করা হয়েছে।

সাভার উপজেলা স্থানীয় আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার ভোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, নাছির উদ্দিন ও তার ভাইয়ের আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রের সাথে ঘোড়াপির মাজার এলাকায় ১৬ শতাংশ জমিতে একটি মার্কেট করে ৩০টি দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলো। গতকাল বুধবার ভোরে ড. জাফরুল্লাহ চৌধুরীর হুকুমে দুর্বৃত্তরা ভেকু দিয়ে ওই মার্কেটে হামলা চালিয়ে দোকানদারদের মারধর করে, দোকান ভাঙচুর করে মালামাল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ, গেল বছর থেকে এ পর্যন্ত জমি সংক্রান্ত বিরোধের জেরে ড. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় আরও ৮টি মামলা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply