জন্মাষ্টমীর আবেদনকে কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

|

জন্মাষ্টমী উৎসবকে শুধু আনুষ্ঠানিকতা ও আন্দোৎসবের মাঝে সীমাবদ্ধ না রেখে এর আবেদনকে কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে। শুক্রবার সকালে বঙ্গভবনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহবান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

দিনটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে সকালে বঙ্গভবনে যান সনাতন ধর্মাবলম্বীরা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ শুভেচ্ছা বিনিময় করেন আগত সকল অতিথির সাথে।

পরে রাষ্ট্রপতি বলেন, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে সমাজ থেকে অন্যায়, অবিচার ও কুসংস্কার দূর করতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। জন্মাষ্টমীর মূল ভাবনা থেকে অনুপ্রেরণা নিয়ে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সকলের প্রতি আহবান জানান রাষ্ট্রপতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply