মোদিকে রাষ্ট্রীয় পদক প্রদান: আমিরাত সফর বাতিল করলেন পাক সিনেট চেয়ারম্যান

|

সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইনেও সম্মাননায় ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আল জাজিরা ও খালিজ টাইমসের খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সফর শেষে নরেন্দ্র মোদি শনিবার বাহরাইনে যান। সেখানে তাকে ‘দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ’ সম্মাননা প্রদান করেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা।

এর আগের নরেন্দ্র মোদিকে অর্ডার অব জায়েদ মেডেল দিয়েছেন আমিরাতের সিংহাসনের উত্তরসূরি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করাতে শনিবার আরব আমিরাত সফরে গিয়েছিলেন মোদি। এসময় শেখ মোহাম্মদ বিন জায়েদ নিজেই মোদির গলায় মেডেল পরিয়ে দেন।

এদিকে মোদিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করার প্রতিবাদে আমিরাত সফর বাতিল করেছেন পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি।

আজ রোববার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া সেই সফর বাতিল করেন তিনি।

সাদিক জানিয়েছেন মোদিকে আমিরাত যে সম্মান দিয়েছে তারপর সেখানে গেলে কাশ্মীরের জনগণের প্রতি অবিচার করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply