জিয়া পরিবারের বিরুদ্ধে তদন্তে দুদক’কে আহ্বান ওবায়দুল কাদেরের

|

জিয়া পরিবার বিদেশে বিপুল অর্থ পাচার করেছে অভিযোগ করে তা অনুসন্ধানে দুদকের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি।

বিদেশি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রায় ১২ বিলিয়ন ডলার পাচার করে সৌদি আরব, মালয়েশিয়া কাতারসহ ১২টি দেশে বিনিয়োগ করেছেন জিয়া পরিবারের সদস্যরা। এসব বিচারের আওতায় আসা উচিত।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘সৌদি আরবের বর্তমান প্রিন্স দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন। সেখানে ১১ জন প্রিন্স অভিযুক্ত ও কেউ কেউ গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে একজন বলেছেন, খালেদা জিয়া, তারেক রহমান, শামীম ইস্কান্দার ব্যবসায়িক কাজে অর্থ বিনিয়োগ করেছেন। সৌদি আরব, কাতারসহ ১২টি দেশে তারা বিনিয়োগ করেছেন। এই খবরে বিএনপির কেন গাত্রদাহ। দুদকের প্রতি আহ্বান জানাই, তদন্ত করে সঠিক তথ্য বের করে এত বড় কেলেঙ্কারি বিচারের আওতায় আনা হোক। দুদকে গিয়ে প্রমাণ করুন আপনারা (বিএনপি) নির্দোষ।’

একই সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতু ও মেট্রো রেল প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ করেছেন তা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে বিএনপির বিরুদ্ধেও মামলা করবো।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply