১৪ দিন পর অনশন ভাঙলেন ওয়ালিদ

|

ডাকসু নির্বাচনের দাবিতে টানা ১৪ দিন শেষে অনশন ভেঙেছেন ওয়ালিদ আশরাফ। আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আক্তারুজ্জামানের আশ্বাসে অনশন ভাঙেন তিনি।

বেলা পৌনে একটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে স্মৃতি চিরন্তনীতে অনশনে থাকা ওয়ালিদ আশরাফকে দেখতে যান ড. আক্তারুজ্জামান। এ সময় তিনি ওয়ালিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। অনশন ভাঙতে তাকে অনুরোধ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

পরে ডাকসু নির্বাচনের আশ্বাসে অনশন ভাঙতে সম্মত হন ওয়ালিদ আশরাফ। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দেয়ার দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অনশনে বসেন ওয়ালিদ আশরাফ। তার অনশনে একাত্মতা জানায় বিভিন্ন ছাত্র সংগঠন।

ওয়ালিদ বলেন, ‘যেহেতু উপাচার্য স্যার এসেছেন তাঁর সম্মানে আমি অনশন ভেঙেছি। অবস্থান অনশনও করব না। তবে আমি আশা করছিলাম, স্যার নির্দিষ্ট তারিখ দেবেন। কিন্তু তিনি দেননি। তবে আমি ডাকসুর জন্য আন্দোলন চালিয়ে যাব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাবি উপাচার্য বলেন, ‘ওয়ালিদ আশরাফের অনশনটিকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছি। তাঁর মা-বাবা আমাদের কাছে কান্নাকাটি করেছেন।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply