হাইকোর্টে আরও ১৩ নিম্নমান পণ্যের তথ্য দিলো বিএসটিআই

|

বাজারে থাকা নতুন আরও ১৫৪টি নিত্য পণ্য পরীক্ষা করে ১৩টি নিম্নমানের পণ্য পেয়েছে বিএসটিআই। পুনরায় পরীক্ষা করে সমস্যা পাওয়া গেলে লাইসেন্স বাতিল করা হবে। হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে বিএসটিআই।

গত জুন মাস থেকে চলতি আগস্ট পর্যন্ত বাজারের ১৫৪টি পণ্য পরীক্ষা করে ১৩টি নিম্নমানের পণ্য পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটউট- বিএসটিআই। দুপুরে হাইকোর্টে জমা দেয়া প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। পরে এ সংক্রান্ত শুনানিতে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

১৩টি নিম্নমাণের পণ্যে হলো ১. ফার্ম ফ্রেশের ঘি ২.ফর্টিফাইড সয়াবিন ওয়েল (সেফ) ৩. ফর্টিফাইড সয়াবিন তেল (কিচেন) ৪. মদিনা লাচ্ছা সেমাই ৫.আয়োডিন যুক্ত লবন (উট) ৬. আয়োডিন যুক্ত লবন (নজরুল) ৭. মডার্ন স্কিন ক্রিম ৮. জিএম স্কিন ক্রিম ৯. এরাবিয়ান স্পেশাল ঘি ১০. রেভেন লাচ্ছা সেমাই ১১.খাজানা লাচ্ছা সেমাই ১২.খাজানা ঘি ১৩.খাজানা চানাচুর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply