নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয়: ইরান

|

নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরণের আলোচনায় বসবে না ইরান, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

জি-সেভেন সম্মেলনে ইরান নিয়ে নাটকিয়তার পর, উঠে আসে ওয়াশিংটন-তেহরান আলোচনার ইস্যুটি। চলমান সংকট দূর করতে শিগগিরই আলোচনার বসতে পারে দুই দেশ এমন আভাসও মেলে। তবে ইরান বিরোধী মনোভাব পরিবর্তন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে না বলেও জানান তিনি।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী বলেন, কথা পরিষ্কার, যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই তবে, আলোচনায় বসা হবে। এরআগে দেশটির সাথে কোনো ধরনের বৈঠক নয়। ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়া হবে, বিশ্বব্যাপি ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হবে, আরা আমরা সেই দেশের সাথে আলোচনায় বসবো, এমন ভাবার কোনো কারণই নেই।

এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন হুঁশিয়ারী ইসরায়েলি প্রধানমন্ত্রীর। সীমারেখা লঙ্ঘন করলে, ইরানকে চরম মূল্য দিতে হবে বলে জানান বেনিয়ামিন নেতানিয়াহু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply