স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীর আমরণ অনশন

|

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দীর্ঘ দিনের অব্যবস্থাপনা, অনিয়ম দুর্নীতি রোধে ও চরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে আমরণ অনশন শুরু করে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের মার্কেটিং বিভাগের ছাত্র আবরাব নাদিম ইতু।

বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে অনশনে বসে ইতু। খবর পেয়ে বেলা একটার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা দাবি পূরনের আশ্বাস দিয়ে পানি পান করিয়ে তার অনশন ভঙ্গ করান।

ইতু বলেন, চরভদ্রাসনের ছেলে আমি, উপজেলার চরাঞ্চল সহ সকলের স্বাস্থ্য সেবা শুধু মুখে মুখেই হয়। এ হাসপাতালে রয়েছে ডাক্তার সংকট আর যারা আছেন তারা নিয়মিত নন,প্রায় ১৬ বছর ধরে এক্সরে মেশিন নষ্ট। কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় না এই হাসপাতালে। এবার কোন মৌখিক আশ্বাস না এর প্রকৃত সমাধান চাই আমরা।

অনশনের খবর পেয়ে স্থানীয় জন সাধারণ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা ইতু দাবির সাথে একাত্বতা ঘোষণা করে অনশনে অংশ নেয়। পরে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা সকলের অনশন ভঙ্গ করান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply