ইরাকে আইএসের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘোষণা

|

সাড়ে ৩ বছরের রক্তক্ষয়ী সহিংসতার পর ইরাকে চূড়ান্ত পতন ঘটলো আইএস জঙ্গিদের। শনিবার দেশটিতে আইএসের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরাকের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর পাশাপাশি সিরীয় সীমান্তবর্তী এলাকাগুলোও এখন ইরাকি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। জঙ্গিদের মূলোৎপাটনের পর এবার দেশ পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই লক্ষ্য বলে জানান আবাদি। এ বিজয়কে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। গেল নভেম্বরে রাওয়া শহরের দখল হারানোর ফলে ইরাকে জঙ্গিদের অবস্থান দুর্বল হয়ে পড়ে। অবশ্য গেল এক মাস সীমান্তের বেশ কিছু এলাকায় তাদের নিয়ন্ত্রণে ছিল। খিলাফত ঘোষণার পর ২০১৪ সাল থেকে এলাকাগুলো কব্জা করে রেখেছিল আইএস; দীর্ঘ এ সময়ে সংঘাতে দেশটিতে আশ্রয়হীন হয়েছে প্রায় ৩০ লাখ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply