পাক নৌ-কমান্ডো হামলার ইঙ্গিতে ভারতের গুজরাট বন্দরে সর্বোচ্চ সতর্কতা

|

গুজরাটের বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারে পাক সেনাদের প্রশিক্ষিত নৌ-কমান্ডো বাহিনী, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবার সেই বন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করলো বন্দর কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

এমন গোয়েন্দা তথ্যের পর ভারতীয় কোস্টগার্ড সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক রয়েছে বন্দর এলাকা ঘিরে। একইসাথে কাণ্ডলা, মুন্দ্রা-সহ সব বন্দরেই প্রতিটি জাহাজের উপর রাখা হচ্ছে সর্বোচ্চ নজরদারি।

ভারতীয় গোয়েন্দারা জানায়, গুজরাটের কচ্ছের রণ এলাকায় পাকিস্তান নৌবাহিনীর কমান্ডোরা ঢুকে হামলা চালাতে পারে এমন একটি তথ্য তারা পেয়েছেন। এরপরই দেশটির প্রতিটি বন্দরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

গোয়েন্দারা আরও জানায়, পানির নিচে হামলা চালাতে দক্ষ এ কমান্ডো দলটি কচ্ছ উপসাগরের হারামি নালা বা স্যর ক্রিক খাড়ি দিয়ে হামলা চালাতে পারে।

আর এরকম পরিস্তিতিতে ২৪ ঘণ্টা নজরদারি সহ সন্দেহজনক কোন ব্যক্তি বা নৌযান দেখলেতই তা তল্লাশি করার নির্দেশ জারি করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply