কোরআন নিয়ে মহাকাশ যাত্রায় নভোচারী

|

প্রথমবারের মতো মহাকাশে পবিত্র কোরআন শরীফের পান্ডুলিপি নিয়ে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের হাজা আল মানসুরি নামের এক নভোচারী।

একইসাথে প্রথমবারের মতো তিনি কোন আরবীয় নভোচরী যিনি মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। খবর গালফ নিউজের।

আন্তর্জাতিন স্পেস স্টেশন (আইএসএস) এর বরাত দিয়ে বলা হয় মহাকাশে সর্বোচ্চ ১০ কেজি পরিমাণ মালামাল বহন করতে পারবেন এই নভোচারী। আর সে অনুযায়ী নভোচারী হাজা আল মানসুরি তার সাথে একটি কোরআনের পান্ডুলিপি, দেশটির একটি পতাকা, শায়খ যায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একটি ছবি, একটি পারিবারিক ছবি ও আল গাফ গাছের ৩০টি বীজ নিয়ে মহাকাশে যাবেন।

দেশটির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের সহকারী মহাপরিচালক সালেম আল মেরি বলেন, আমাদের এটিই প্রথম মহাকাশ কর্মসূচী আর এতে সফল হলে মহাকাশে আমরা ১৯ তম দেশ হিসেবে অন্তর্ভূক্ত হবো।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানায়, আগামী ২৫ সেপ্টেম্বর ‘সয়ুজ এমএম-১৫’ মহাকাশযানের মাধ্যমে মহাকাশ ভ্রমণে যাবেন হাযা আল মানসুরি। এসময় তার সাথে জেসিকা মেয়ার ও ওলেগ স্ক্রিপোচার নামে আরও দুই নভোচরীও যাবেন। আর এই ভ্রমণটি কাজাখিস্তানের বাইকনুর কসমোড্রাম স্পেস বেস থেকে পরিচালনা করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply