যে সব এনজিও রোহিঙ্গাদের উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী

|

যে সকল বেসরকারি সংস্থা শর্তের বাইরে গিয়ে রোহিঙ্গাদের সহযোগিতার নামে উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শুক্রবার সন্ধ্যায় সিলেটে বঙ্গন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারী সমাবেশ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ৈ আমাদের দুষছে, এটি অত্যন্ত দুঃখজনক, এর জন্য তারাই দায়ী, আমরা আমাদের দায় দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছি। কিন্তু তারা রোহিঙ্গাদের কাছে বিশ্বাস অর্জন করতে পারনি। রোহিঙ্গাদেরকে সেখানে নিয়ে পরিস্থিতি দেখাতে বলছি কিন্তু তারা তা করছে না। তারা কাউকে ঢুকতে দিচ্ছে না পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। এমনকি জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলোকেও সেখানে যেতে দিচ্ছে না।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদেরকে আমাদের দেশে থাকতে হলে আমাদের নিয়ম মেনে চলতে হবে।আমরা তাদের নিয়ন্ত্রণে রাখবো। রোহিঙ্গা নেতা মুহিবুল্লা কোন অপরাধ করলে শাস্তি পাবে তবে তাদের মধ্যে একজন নেতা বের হয়ে এসছে এটি ভালো বিষয় বলে মন্তব্য করেন মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply