দক্ষিণাঞ্চলে চাষের জন্য নতুন জাতের পাট উদ্ভাবন

|

পটুয়াখালী প্রতিনিধি:

পর্যাপ্ত পতিত জমি থাকায় দেশের দক্ষিণাঞ্চলে পাটের উৎপাদন ছড়িয়ে দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে মাটির লবনাক্ততা যে প্রতিবন্ধকতা তৈরি করে ছিল সেটি দূর করতে বাংলাদেশ পাট গবেষণা ইনিস্টিটিউট দেশি পাট-৮ নামে একটি লবন সহিষ্ণু নতুন জাত উদ্ভাবন করেছে।

এ জাতটি এই অঞ্চলের কৃষকদের মাঝে বিতরণ করা হলে পতিত জমিগুলোতে পাট চাষের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পাট গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আসাদুজ্জামান।

আজ শনিবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় পাট গবেষণা উপকেন্দ্রে আয়োজিত পাট আঁশ ও বীজ উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পাট গবেষণা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে উপস্থিত শতাধিক কৃষকের মাঝে এ সময় পাট চাষ পদ্ধতি, পাট সম্প্রসারন, পাটের বহুমুখী ব্যাবহার সম্পর্কে বিষদ আলোচনা করেন তিনি।

এ সময় কৃষক প্রতিনিধি সুলতান গাজী ও আজিজ হাওলাদার বলেন, পাটের বাজার ব্যাবস্থা চালু করণ, উন্নত জাতের বীজ সরবরাহ এবং কারিগরী ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হলে কৃষকরা পাট চাষে আগ্রহী হবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply