চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ: পাল্টাপাল্টি শুল্কারোপের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ

|

চীন-মার্কিন পণ্য পাল্টাপাল্টি শুল্কারোপের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ। এরমাধ্যমে, নতুনভাবে শুরু হলো বাণিজ্যযুদ্ধ।

রোববার থেকে চীনের সাড়ে ১২ কোটি ডলারের পণ্যে কার্যকর হবে ১৫ শতাংশ হারে মাশুল। এগুলোর বেশিরভাগই স্মার্ট স্পিকার, ব্লুটুথ, হেডফোন’সহ বিভিন্ন ধরণের ফুটওয়্যার। বাকি পণ্যগুলোর ওপর আরোপিত শুল্ক কার্যকর হবে ডিসেম্বরে।

পাল্টা জবাবে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি খাতে চীনের আরোপিত ৫ শতাংশ শুল্ক বাস্তবায়িত হচ্ছে আজ। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দু’দেশের মধ্যেকার বাণিজ্যিক পার্থক্য দূর করতে সেপ্টেম্বর মাসজুড়ে হবে আলোচনা। খুব শিগগিরই সুনির্দিষ্ট লক্ষ্য পৌঁছানোর প্রত্যাশা উভয়পক্ষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply