৩য় ভারতীয় হিসেবে টেস্টে বুমরার হ্যাট্রিক

|

সাবাইনা পার্কে বুম বুম বুমরা! বিধ্বংসী ভারতীয় পেসারের দাপটে ছত্রভঙ্গ ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন যশপ্রীত বুমরা। অবিশ্বাস্য স্পেলে জায়গা করে নিলেন ইরফান পাঠান, হরভজন সিংহদের নামের পাশে।

প্রথম টেস্টে সাত রানে পাঁচ উইকেট। দ্বিতীয় টেস্টেও তাঁর সামনে নতজানু হতে বাধ্য হলেন ড্যারেন ব্র্যাভোরা। পর পর তিন বলে ব্র্যাভো, শিমর ব্রুকস ও রস্টন চেজকে ফিরিয়ে নতুন ইতিহাস তরুণ পেসারের।

শনিবারের সাবাইনা পার্কে তাঁর বোলিং গড় ৯.১-৩-১৬-৬। এই ছয় উইকেটের মধ্যে চারটিই তিনি পেয়েছেন ইনসুইংয়ে। হ্যাটট্রিকের তিন বাদে জন ক্যাম্পবেল, ব্রাথওয়েট এবং অধিনায়ক হোল্ডারের উইকেটও নেন তিনি।

তবে তাঁর কৃতিত্বের পিছনে অধিনায়ক কোহালির ভূমিকা অনস্বীকার্য। চেজকে করা বুমরার ইনসুইং যে ব্যাটসম্যানের প্যাডে আগে আছড়ে পড়েছে, তা হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল পেসারের। তাই কোনও আবেদনও করেননি বুমরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply