আখাউড়ায় ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে আটক ১৩

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দুর্ঘটনা এড়াতে ট্রেনের ছাদে ভ্রমণ রোধে অভিযান শুরু করেছে রেলওয়ে পুলিশ। রোববার দিবাগত রাত থেকে সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে দুটি ট্রেন থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন সারোয়ার হোসেন (২০), রিয়াজুল ইসলাম (২০), মারুফ (১৮), এমরান (১৮), ফয়সাল (১৮), আশরাফুল ইসলাম (১৮), নাঈম (২০), অসীম উদ্দিন (৪৫), সুমন (১৮), শাকিল (২০), রাসেল (১৮), এমরান উদ্দিন (১৮) এবং সোহাগ (১৫) কে আটক করা হয়।

আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী- ঢাকা রেলপথে চলাচলকারী রোববার দিবাগত রাতের আন্তঃনগর নিশিতা ও সোমবার সকালে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস নামের দুটি ট্রেনের ছাদ থেকে ওই ১৩ জনকে আটক করা হয়। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে বলে জানান আখাউড়া রেলওয়ে জিআরপি থানা ওসি শ্যামল কান্ত দাস।

তিনি বলেন, রেলওয়ে পুলিশের ঘোষিত কর্মসূচীর আওতায় ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমন এড়াতে এ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply