রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত

|

রাজশাহীর চরখানপুরে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফএ’র ছোড়া রাবার বুলেটে পাঁচ বাংলাদেশি আহত হয়েছে।

সোমবার বেলা সাড়ে এগারটায় পবা উপজেলার খানপুর সীমান্তের ১৬৩/১ নম্বর সিমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।

বিজিবি সুত্রে, বাংলাদেশের অভ্যন্তরে ফসলি জমিতে কাজ করছিল কিছু শ্রমিক। এ সময় ১১৭ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছুঁড়ে। এতে চরখানপুরের বাসিন্দা সুজন মিয়া, সোহেল, রবিউল, দুলাল মিয়া ও সুরুজ মিয়া আহত হয়।

দুপুরে খানপুর বিওপি কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন ও বিএসএফ’র সাথে সৌজন্য সাক্ষাত করে প্রতিবাদ জানান। পরে সন্ধ্যায় বিজিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ পত্র পাঠানো হয়।

বিজিবি-১ ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply