ডেঙ্গু আক্রান্ত স্বামীর চিকিৎসা করাতে গিয়ে স্ত্রীর মৃত্যু

|

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত স্বামীর চিকিৎসা করাতে গিয়ে স্ত্রী রহিমা বেগম (৬০) মৃত্যু হয়েছে। সোমবার রাতে খুলনার গাজী মেডিকেলে কলেজ হাসপাতালে তিনি মারা যান। স্বামী ইয়াসিন আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

রহিমা বেগম সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী।

স্থানীয় সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, গত শুক্রবার ইয়াসিন আলীর (৭৫) পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। এরপর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সকালে ইয়াসিন আলীকে খুলনায় রেফার করা হয়। সঙ্গে তার অসুস্থ স্ত্রী রহিমা বেগমও ছিলেন। রহিমা বেগম কিডনী ও লিভারের সমস্যায় ভুগছিলেন। স্বামীর চিকিৎসা করাতে গিয়ে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে সোমবার রাতে রহিমা খাতুন মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা.আবু শাহিন বলেন, রহিমা বেগম নামের এক বৃদ্ধা মারা গেছেন বলে শুনেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply