সরকারি উন্নয়ন কাজে চাদা দাবি ও বাধা প্রদানের প্রতিবাদে ঝাড়ু মিছিল

|

পটুয়াখালী প্রতিনিধি
সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান, ১০ লক্ষ টাকা চাদা দাবি ও বিভিন্ন হুমকি ধামকি প্রদানের প্রতিবাদে ঝাড়ু মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বরিশাল বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আছমত আলী জুনিয়ার মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পাকা করণ কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানকে স্থানীয় বশির উদ্দিন সিকদার বাধা প্রদান করছেন বলে অভিযোগ করা হয়।

মঙ্গলবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে পটুয়াখালী প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঠিকাদারী প্রতিষ্ঠান নাজমুস শাহাদাত ট্রেডার্সের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মনিরুজ্জামান টিটু। তিনি সাংবাদিকদের জানান, গত ২৯ মার্চ এলজিইডি কর্তৃক কার্যাদেশ পেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান নাজমুস শাহাদাত ট্রেডার্সের প্রতিনিধি হিসেবে তিনি কাজ শুরু করেন। কিন্তু সাবেক ইউপি চেয়ারম্যান ও ঠিকাদার বশির উদ্দিন সিকদার কাজ বন্ধ করতে বাধা প্রদান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তরে অভিযোগ দাখিল, মামলা, চাদা দাবি, হুমকি দেয়।এতে করে কাজটি বিলম্বিত হচ্ছে এবং এলাকাবাসী এর সুফল ভোগ করা থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপা‌রে অ‌ভিযুক্ত ব‌শির শিকদার জানান, তার বিরু‌দ্ধে ষড়যন্ত্রভা‌বে এগু‌লো করা হ‌চ্ছে। .


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply