স্কুলের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ছাত্রীর মৃত্যু

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের শিবচরে একটি স্কুলের নির্মাণাধীন ভবনের দোতলা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

স্কুল ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জেলার শিবচর পৌরসভার সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার (১৫) প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে আসে। স্কুলে এসে মারিয়া বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় উঠে। এসময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎতের মেইন তারের সাথে মারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতলার ছাদ থেকে নিচে মাটিতে পড়ে যায়। সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থার অবনতি হলে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। মারিয়া শিবচর পৌরসভার শ্যামাইল মৃধাকান্দি গ্রামের ইব্রাহীম বেপারীর মেয়ে। শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু মিয়া বলেন, নির্মানাধীন ওই ভবনে যেতে শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও ওই শিক্ষার্থী কিভাবে গেল বুঝতে পারছি না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply