ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

|

রাজধানীসহ ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এরমধ্যে বগুড়ায় একই স্থানে আলাদা দুর্ঘটনায় মারা গেছে ৪ জন। ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, কলা বোঝাই একটি ট্রাক বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল। শেরপুরে অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মারা যায় তিনজন। আহত হয় ২ জন। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাককে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে আরও দুইজন আহত হয়। তাদের জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। ঐ দুর্ঘটনার পরবর্তী অবস্থা দেখতে গিয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন এক নারী। এসময় শ্যামলী পরিবহনের একটি নৈশকোচ তাকে ধাক্কা দিলে মারা যান তিনি।

এছাড়া রাজধানী, গাজীপুর, লক্ষ্মীপুর, মাগুরা ও গোপালগঞ্জে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় বাসচাপায় এক নারী নিহত হয়েছে। আহত এক যুবককে ভর্তি করা হয়েছে কুর্মিটোলা হাসপাতালে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply