‘নীতিমালায় দুর্বলতার কারণে এনআরবিসি ব্যাংকে ঋণ জালিয়াতি’

|

বাংলাদেশ ব্যাংকের নীতিমালার দুর্বলতার কারণে এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের ঋণ জালিয়াতি হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান তমাল এস এম পারভেজ। সকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

বলেন, এনআরবিসি ব্যাংক গতানুগতিক ব্যাংকগুলোর চাইতে একটু ভিন্ন ধাঁচের। কারণ ব্যাংকটি প্রবাসী বাংলাদেশিদের অর্থ দ্বারা পরিচালিত। এজন্য কেন্দ্রীয় ব্যাংক আলাদা কোনো গাইডলাইন করেনি। চিরায়ত গাইডলাইন মেনে কাজ পরিচালনার কারণেই অনিয়ম হয়েছে বলে মনে করেন তিনি।

তমাল এস এম পারভেজ বলেন, গাইডলাইন স্পষ্ট করা হলে জটিলতা কমবে। নতুন পরিচালনা পর্ষদ স্বচ্ছতার সাথে কাজ করবে বলে জানান চেয়ারম্যান। বলেন, গ্রাহকদের আমানত নিয়ে ভীত হওয়ার কিছু নেই। নতুন পর্ষদ আস্থার জায়গা তৈরিতে সমর্থ হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তদন্তে এনআরবিসি ব্যাংকের ঋণ প্রদানে গুরুতর অনিয়মের তথ্য বেরিয়ে আসে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।  ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী গত মঙ্গলবার রাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এনআরবিসি ব্যাংকের এমডি দেওয়ান মুজিবর রহমানকে অপসারণ করেন।

এদিকে, এনআরবিসি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন পরিপালন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply