ফজরের সময় মসজিদের দরজায় মিললো বেওয়ারিশ নবজাতক

|

শুক্রবার দিবাগত ভোর রাতে মসজিদের দরজায় ফেলে রাখা অবস্থায় পাওয়া গেল এক নবজাতককে।

শনিবার ভোর রাত ৪টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহের কাসবা এলাকার এক মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের নিরাপত্তাকর্মী হঠাৎ দরজার সামনে কাপড়ে মোড়া অবস্থায় শিশুটিকে দেখতে পান। পরে নিরাপত্তাকর্মী বিষয়টি পুলিশ ও মসজিদের ইমামকে জানান।

মোহাম্মদ ইউসুফ জাভেদ নামের ওই নিরাপত্তাকর্মী বলেন, তিনি ফজরের আজানের আগে নামাজের প্রস্তুতির জন্য মসজিদে যান। তখন তিনি একটি কম্বলের মধ্যে শিশুটিকে ফেলে রাখা অবস্থায় পান। ঠাণ্ডায় ছেলে শিশুটি তখন কাঁদছিলো।

জাভেদ জানান, তিনি ও তার স্ত্রী ২৫ বছর ধরে কোনো সন্তানের বাবা-মা হতে পারেননি। তিনি আফসোস করে বলেন, “আমরা কত আশা করেও একটা বাচ্চা পাচ্ছি না, আর কিছু বাবা-মা নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন।’

পুলিশ শিশুটিকে হাসপাতালে ভর্তির পাশাপাশি এ বিষয়ে তদন্ত শুরু করেছে। চিকিৎসকরা ধারণা করেছেন, বাচ্চাটির বয়স এক বা দুই দিন হবে। পুলিশ জানিয়েছ, শিশুটি এখন সুস্থ আছে।

সূত্র: গালফ নিউজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply