লেবাননে অবৈধ ভাবে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফিরতে সাধারণ ক্ষমা ঘোষণা

|

লেবাননে অবৈধ ভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। তিনি বলেন, নির্ধারিত পরিমান জরিমানা এবং আবেদনের মাধ্যমে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে পারবেন থাকার বৈধতা নেই এমন বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত জানান, প্রথম ধাপে ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর, ২য় ধাপে নভেম্বর ও ৩য় ধাপে ডিসেম্বরে এই আবেদন গ্রহন করা হবে। এছাড়া যাদের নামে চুরি, মাদক ও ফৌজদারী মামলা বা গ্রেফতারী পরোয়ানা রয়েছে তারা এ কর্মসূচীর আওতায় পড়বে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply